বেকার মানুষ, বিবাহ করিব কিভাবে ?

বেকার মানুষ, বিবাহ করিব কিভাবে ?

বিবাহ করিতেছেন না কেন এমন প্রশ্ন করিলে অধিকাংশ ক্ষেত্রে আমি যুবকদের নিকট থেকে একটি উত্তরই পাইয়া থাকি, বেকার মানুষ বিবাহ করিলে বউকে খাওয়াব কি ? তখন আমার প্রশ্ন হইয়া থাকে,
বেকার বলিয়া কি আপনি না খাইয়া থাকেন ?
আপনাকে বর্তমানে কে খাওয়াইতেছে ?
আপনি যাহাকে বিবাহ করিতে চাহেন সে কি বর্তমানে না খাইয়া আছে ?
তাহাকে কে খাওয়াইতেছে ?

বর্তমানে আপনাদের দুইজনকে যাহারা খাওয়াইতেছে, বিবাহ করিলে তাহারা কি আপনাদের দুইজনের খাওয়া দাওয়া বন্ধ করিয়া দিবেন ? আমার কথার অর্থ এই নহে যে, বিবাহ করিবার পরে আপনি আয়রোজগারের সকল চেষ্টা বাদ দিয়া হাত গুটাইয়া বসিয়া থাকিবেন । আমার কথা হইল কেবলমাত্র খাওয়ার অজুহাতে বিবাহ করা হইতে বিরত থাকিয়া নিজেদের দুনিয়া আখেরাত বরবাদ করিবার ঝুঁকি নেওয়াটা যুক্তিসঙ্গত নয় ।

মূল – শায়খ খালিদ ইয়াসিন
অনুবাদ – বশীর মাহমুদ ইলিয়াস

এখানে আপনার মন্তব্য রেখে যান