আসুন একটি মৃত সুন্নতকে জীবিত করি

arabicarabi

যে ব্যক্তি সহী-শুদ্ধভাবে কুরআন পড়তে জানে না,
যে ব্যক্তি জুমার খুৎবা বুঝে না,
এমনকি নিজের বিয়ের খুৎবাও বুঝে না –
সে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের ভাষার সুন্নত পালন করে না।

শুধু দাড়ি রাখলে, মেসওয়াক করলেই কি হবে? ভাষার সুন্নতের কি হবে?

আমি আমার মাতৃভাষায় কথা বলব, আমি রাসূল সাল্লাল্লাহু য়ালাইহিস সালামের মাতৃভাষায়ও কথা বলব। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু য়ালাইহিস সালামকে আমাদের জীবনের চেয়ে বেশী মহব্বত করি। তাকে মহব্বত করার শর্তেই আমরা ইমানদার হয়েছি।

আসুন আমাদের সমাজে আমরা আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের একটি মৃত সুন্নত জিন্দাহ করি।
আরবী ভাষা বুঝার ও বলার সক্ষমতা অর্জন করি।
কারণ, কুরআন আরবী ভাষায়। তাই প্রতিটি মুসলমানের জন্য আরবীতে কুরআন সহী-শুদ্ধ ভাবে তিলাওয়াত করতে জানা ফরজ।
রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের ভাষা আরবী, তাই প্রতিটি মুসলমানের আরবী ভাষায় কথা বলা ও বুঝতে পারার যোগ্যতা অর্জন করা সুন্নত।
আসুন একটি মৃত সুন্নতকে জীবিত করি। অশেষ সওয়াবের অধিকারী হই। জান্নাতের জন্য বিরাট সামানা সংগ্রহ করি।

.

.

Comment:

আমাদের আদিপিতা হযরত আদম য়ালাইহিস সালাম ও আদিমাতা হযরত হাওয়া য়ালাইহি সালামের ভাষা ছিল আরবী। যদিও আল্লাহতায়ালা হযরত আদম য়ালাইহিস সালামকে সব ভাষাই শিক্ষা দিয়েছিলেন। সে হিসেবে আমাদের মাতৃভাষা আরবী। আর পৃথিবীর অন্যান্য ভাষাগুলো অঞ্চল, গোত্র এবং কালভিত্তিক ভাষা।

এখানে আপনার মন্তব্য রেখে যান